Monday, February 16, 2015


মায়াজাল
         প্রদীপ আইচ।

মনটা আজো শিশুর মত
খেলতে পারি তাই ময়লা ধুলো
স্মৃতিগুলো আজ চিরচেনা,
হায়! বাস্তবটা অগোছালো।

মনেতে কি যে স্বপ্ন আঁকি
দেখবেনা কেউ তা আসি
বলবে শুধু ভালোবাসি,
বুঝলো না কেহও।

মানগুলোকে বলার ছলে
ইচ্ছা যা তাই বলে গেলে
মানব ধর্ম ভুলে গেলে
না হয়ে সংযত ।

কথা ছিল পাশে থাকিবার
ভাবনাগুলো নিজ চোখে আঁকিবার
ধরার মাঝে ধরি রাখিবার
আরো কত কি?


সবকথা ভোলার ছলে
ভেঁজালে আঁখি অন্যের কথার জালে
বলে কথা, দিলে বেথা
পড়ে থাকলো ভালোবাসা
আজও আছে, মায়াজালে।

আজো মায়াজাল, হয়ে বেসামাল
মাঝে মাঝে দেয় ধরা
তাঁতে কি আসে যায়, বদলাতে নাহি চাই
শুরুটা তোমার, আমার হলো সারা।



No comments:

Post a Comment