বাস্তবতা
প্রদীপ আইচ।
সত্য নয়
শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি
আমরা উড়াই।
স্বপ্নগুলো সত্যি হবে,
তারই অপেক্ষায়।
জানি সত্য নয়,
কিছু হতাশা কিছু আশায়
এ বুক তবু জুড়ায়।
যানি আমার নেই কোন মান
সকলি প্রভু তোমার অবদান।
No comments:
Post a Comment