যান্ত্রিকতা
**{প্রদীপ আইচ।}.**
”যান্ত্রিক বেগ আর কর্মব্যাস্ত শহরে
বল যতিই ভালোবাসি, ভালোবাসা আজ নাহিরে।
গুগোল, ফেসবুক, লিংকডিং এর মেলা
সকাল দুপুর রাত চলে,আপ টু ডেটর খেলা
এ্যানি হচ্ছে এ্যানিমেশন
ভুলতে চলেছি দেশ, জাতি, নেশন।
মিলেমিশে একাকার সংস্কৃতি কৃষ্টি কালচার
আবেগ যেখানে উপেক্ষিত ভালোবাসা নাহিরে
লাকজারি আর আরটিফিসিয়াল তবুও আমরা চাহিরে।”
No comments:
Post a Comment