Saturday, January 3, 2015

একা মন
(প্রদীপ আইচ).

**বসে আছি একা একা রঙিন স্বপ্ন মন বুনছে

স্মৃতিগুলো বর্ণনীল,আকাশটা আজ নীল।

ঝিলে ফুটেছে নীল পদ্ন
ওগো মাঝি, আজি মন উদাসী
ভাসাও তোমার নাও।


মুখেতে নাহি কথা


বুকে বহে আকুলতা

দুচোখ যেথায় যায় যাও
যেখানে স্বপ্ন নাই
বাস্ববতা কাছেতে পাই। 

No comments:

Post a Comment