বর্ষা
প্রদীপ আইচ।
ওগো বর্ষা অঝোর
ধারা,
তুমি আমায় করলে
পাগল পাড়া।
তোমার শব্দে মুখোরিত
এ ধরা
তুমি আমায় করলে
দিশা হারা।
মাঝে মাঝে তোমার
ফিরে আসা
আমার স্বপ্নের
রাজ্যে ভাসা।
এমন দিনে বসেনা
কিছুতে মন
মনে পড়ে ততীতের
কথন।
এই নিয়ে ভাবীতে
ভাবীতে যায় বেলা
তুমি ঝড়াও বৃষ্টি, আর দেখ, আমার খেলা।
No comments:
Post a Comment