প্রত্যাশায়
*******(প্রদীপ আ্ইচ।)*********
**বলো না কখনো ভালোবাসি
বলো না কখনো তোমার আশায় আছি
অাপন মানুষদের হেলায়
স্বপ্ন ছাড়া জীবন চলায়
এলোমেলো অগোছালো জীবন।
স্বপ্নহীন এজীবন
নাহি চাই করিতে সমার্পন
তব কাছে অজীবন।
এলোমেলো জীবন যাক
বন্ধু আমার ভালো থাক
এই আশা, এ্ই প্রত্যাশায় আজীবন।**
অনেক অনেক সুন্দর। আমার বন্ধুও ভাল থাক।
ReplyDelete