Sunday, January 4, 2015

সত্যিকারের ভালোবাসা
          (প্রদীপ আইচ)


কিছু কথা যায়না বলা থেকে যায় মনে, 

ভালোবাসা আসলে কি সেটা কাকে বলে ?
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি আমি
আসলে কি ভালোবাসি, আজব পাগলামি।
এ কথাটা এ জীবনে বলবো আমি তাকে 
সত্যিকারের ভালোবাসা যদি কোথাও থাকে।

No comments:

Post a Comment