Wednesday, May 25, 2016

অফিসে কাজের ফাঁকে আমার কবি হওয়া............................:) 

চিন্তা আমাকে বাড়িয়ে দিচ্ছে বয়স 
এখনো বহুদূর যেতে বাকি, মনে শুধু দেই উকি 
ফেলে আসা শৈশব, মায়ের বকুনি আর আমার নিরবতা
পেরিয়ে যাচ্ছে বেলা, বাড়ছে দেওয়া নেওয়ার খেলা্ 
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়।




No comments:

Post a Comment