Thursday, August 18, 2016




জীবন 
  প্রদীপ আইচ।

দুই দিনের সম্রাজ্যে চাইছি হতে সবাই রাজা
তুচ্ছ কিছুর অহংকারে নিজেই দেই নিজের সাজা
স্বপ্নগুলো করতে সফল হারাতে বসেছি বিবেকটাকে
খুঁজতে গিযে স্বপ্নটাকে খুঁজেছি পথ নরকলোকে।

পৃথিবীটা সত্যিই কঠিন, কঠিন নিজেকে মানিয়ে চলা
আনেক কিছু বলার থাকে, বাস্তবে তা হয় না বলা
চেষ্টা শুধু মানিয়ে নেওয়া, অপরের জন্য নিজেকে গড়া

মিথ্যে জয়ের অভিনয়ে স্বপ্নলোকে এগিয়ে চলা।

No comments:

Post a Comment