মাঝে মাঝে ভাবি
প্রদীপ আইচ।
তোমার দেখায় যা
সাধারণ আমার দেখায় অন্য
তোমার কাছে যা
অসাধারণ আমার কাছে তা ভিন্ন
মাঝে মাঝে ভাবি
সকাল হবো, হবো দুরন্ত পাখি
দুচোখ ভরা স্বপ্নের
জোয়ার কোথায় তারে রাখি।
মাঝে মাঝে ভাবি
ভাবুক হবো, হবো উদাসী
মাঝে মঝে ভাবি
সবমায়া ছেড়ে হবো বনবাসী
মাঝে মাঝে ভাবি
একি মায়ের সন্তান কেন ভিন্ন
মাঝে মাঝে ভাবি
জীর্ণ দেহ তবু কেন মিছেমায়া পৃথিবীর জন্য।
মাঝে মাঝে ভাবি
নিষ্ঠুর পৃথিবী আমায় রেখেছে একা,
মাঝে মাঝে ভাবি
জীবন এমনিতেই গেল, কিছুই হলো না দেখা।
মাঝে মঝে ভাবি
স্রষ্টা তুমি কতই না বৈচিত্র্য,
কাউকে রাখো স্বর্গ
সম্মানে, কাউকে দেও শুধুই দুঃখ।
No comments:
Post a Comment