স্বপ্ন কন্যা
প্রদীপ আইচ।
পুতুল পুতুল মুখখানি তার
ভোমর কালো চুল
মুখের হাসিতে মন কাড়ে সে,
ঝুঙ্কো রাঙা দুল।
চোখের কোণে এক ফালি মেঘ
কাঁদলে নামে বৃষ্টি
কণ্ঠে তাহার সুমধুর সুর
আহা অপরুপ সৃষ্টি।
বাংলা বধুর সাঁজ শাড়িতে
যেন দেবী মা লক্ষী
ছলনাতে জগৎ মাতায়
কথা সুরের পক্ষী।
উচ্চ স্বপ্ন মন কুঠারে
মনেতে অহংকার
বাসতে চায় সে তাহারে ভালো
স্বপ্নলোক ছেড়ে সুখের ঘরে, যে জ্বালাবে
আলো।
স্বপ্নদশী, সুখবিলাসী মোহমুক্ত থাকো
কল্পনা বা বিশ্বাসে নয় সত্যিকারের লক্ষী
হয়ে থাকো।
No comments:
Post a Comment