Wednesday, October 11, 2017


     

বিবর্ণ
প্রদীপ আইচ

বিবর্ণ এই মুখের ভাষা
বিবর্ণ সব চাওয়া-পাওয়া
বিবর্ণ সব মানুষগুলো
একে একে সকলি অদৃশ্য।

রুক্ষ মরুর দু:স্বপ্ন
হৃদয় আজি শ্বাসরুদ্ধ
একলা চলা এই গহন পথে
জীবন সর্বদা বিক্ষুদ্ধ।

তারপরও সেই ছুটে চলা
ভাগ্য নিয়ে জীবন গড়া
লোকচক্ষুর অন্তরালে
কাঠগড়ায় মনকে নেওয়া।

আমরা তবুও ভাবছি কোথায়
চলছি কোথায় সত্তা নিয়ে
ভাবছি কোথায় অন্য পৃথিবী
শেষ কভু নয় এই মত্তে। 

No comments:

Post a Comment