রবীন্দ্র গানের প্যারোডি
আমরা সবাই একা,
আমাদের এই একার রাজ্বতে
নইলে মোদের একার
সাথে মিলবো কি স্বার্থে।
আমরা সবাই একা।
আমরা যা খুশি
তাই করি, তবুও মিছে বন্ধু হয়ে চলি
কিছুই কভু বাঁধা
তো নয়, যাদি সবকিছু চলে নিজের স্বার্থে
আমরা সবাই একা।
আমরা সবাই একা,
আমাদের এই একার রাজ্বতে
নইলে মোদের একার
সাথে মিলবো কি স্বার্থে।
আমরা সবাই একা।
No comments:
Post a Comment