Friday, March 30, 2018









স্বপ্ন

 প্রদীপ অাইচ

ফেরারি মনটা আমার নিজেকে খুঁজতে চাই
রোজ আয়নাতে মুখ দেখি নিজেকে খুঁজে না পাই
ইট পাথর কনক্রিটের এই শহরে, নিজেকে আমি খুঁজে না পাই।

সারাদিনের ব্যস্ততায় ক্লান্তিমাখা মুখটা আমার
একা অনুভবে নিজের স্বপ্নটা দেখে যায়
চোখে জল এলে মুছে ফেলি,
নিজেকে বোঝায় নিজে নিজে বুঝে যায়।

বড় হওয়ার সাথে আনেক দ্বায়িত্ব, বড় হওয়ার হাজারটা শর্ত
সব শর্তে মাথা নত করে যায়
তবুও জীবনের অর্থ খুঁজে বেড়ায়।

জানিনা আজ কি হবো, কি হতে চাই
মাঝে মাঝে ভীষণ একা লাগে, লাগে ভয়
স্বপ্ন দেখি কেউ এসে আমার পাশে রবে
এক স্বপ্ন মেনে নিয়ে পথ পাড়ি দেবে।

একা অনুভবে নিজের স্বপ্নটা দেখে যায়
চেখে জল এলে নিজেকে বোঝায়, নিজে বুঝে যায়।




No comments:

Post a Comment