Monday, September 3, 2018





ভেবেছি তুমি আসবে

ছোট একটা স্বপ্ন তুমি অাসবে জীবনের সব বাধা পেরিয়ে
আমাকে ততটা এগিয়ে নেবে যতটা আমি যেতে চাই 
সংসারে ছোট ছোট ব্যাপার গুলো যখন মহামারি হয়ে
আমার কোমল হৃদয় তীরের কাঁটার মতো ক্ষত বিক্ষত করে।

জীবনে বাঁচার আশাকে হীন করে দেয় তখনও ভেবেছি, তুমি আসবে।
কতশত ছায়াযা্ত্রীরা যখন পথ আগলে রেখেছে
শুনিয়েছে কত অভয় বুলি, সুযোগ বুঝে সবাই বেঁছে নিয়েছে নিজ পথ,
আমি তবুও ভেবেছি তুমি আসবে।

নিজেকে তোমার যোগ্য করার প্রচেষ্টায় হারিয়েছি কত পথ।
আজ যখন তোমার চিত্তে মত্ত থাকতে মন চা  
চিৎকার কারে জানাতে ইচ্ছা হয় তুমি শুধু আমার।

তখনি তোমার ছায়া অনুসারিরা জানিয়ে দেয়।
নিজেকে নিজ স্বত্তা মাঝে বাঁধতে তুমি অসহায়,
উচ্ছালতায় তোমার আনন্দ, বিলীয়ে দেওয়ায় তোমার সুখ।
তবুও ভাবি তুমি আসবে। শুধু নিজের আর ফেরা হবে না।

No comments:

Post a Comment