ভালোবাসি
বলা বারণ
প্রদীপ
আইচ।
যদি হাতে
হাত রেখে পাহাড় সমান
বিশ্বাস
করে, সামনে আগামীর পথে পথ চলতে,
দুইবার
ভাবতে হয়,
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
গলাটা ওমন
ভাঙ্গা জেনেও কবিতা অথবা গান শোনার
আবদার যদি
করি, যদি ঘুম আসছে না বলে
ফোনে কিংবা
মেসেঞ্জারে বিরোক্ত করি
আর তুমি
এসব পাত্তা না দেও
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
ধরো হঠাৎ
আমার মন চাইছে
একটু উষ্ণ
ভালোবাসায় আলতো করে
তোমায় জড়িয়ে
থাকতে
যদি বুঝেও
না বোঝার ভান করো
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
হুড তোলা
রিকসায়, শহরের রেস্তোরাঁয়
বিছানো
সবুজ ঘাসে, পিচ ঢালা রাস্তায়
কিংবা নির্ঘুম
রাত জাগায়
যদি তোমার
মাঝে আমার অস্তিত্ব খুঁজে না পাও
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
No comments:
Post a Comment