প্রিয়া
প্রদীপ
আইচ।
স্বপ্নের মতো
নীরবে এসো প্রিয়া, চাঁদনী নিশী রাতে,
ঘুম হয়ে প্রিয়া
পরশ দিও, আমার দুচোখে।
তোমারও লাগি এ
হৃদয় মম,
ভাবিছে দিন রাত্রি
উভয় সম।
তোমারও মনের দুয়ার
খুলিয়া,
গোপনেতে এসো গো
আমার প্রিয়া।
এসো মৃদু পায়ে
স্বপ্ন কণ্যা হয়ে,
কুসুম-সুরভি হ’য়ে
নিশী জাগা স্বপনে।
না পাওয়ার বেদনাতে
হয়ো না কাতর,
পাশেতে থেকো দিবা
নিশী কিংবা ভোর।
বুকেতে সাহস দিয়ো,
মুখেতে রেখো হাসি,
শত কষ্টেও বলতে
ভুলো না তোমায় ভালোবাসি।
No comments:
Post a Comment