Saturday, January 24, 2015



  সুন্দরী মশা
প্রদীপ আইচ।


ভর দুপুরে গানের সুরে অপরিচিত ভাষা
চমকে দেখি মাথার ওপর সুন্দরী এক মশা 

চোখ রাঙিয়ে বলল মশা করব তোকে পঙ্গু
কাঁপতে কাঁপতে বেহুশঁ হবি এক ছোবলেই ডেঙ্গু।

করতে ধ্বংস মশার বংশ চলছে কামান দাগা
গুড কিং এর জালে কত হচ্ছে হতভাগা।

বিনয়ী সুরে দু-হাত জোড়ে, মশাকে বলে চলি
দু:খ ভরা জীবন কথা কাকে গিয়ে বলি?

নুন আনতে পান্তা ফুরায়, কামান কোথায় পাই?
শত ছিদ্র দেয়াল জুড়ে এৗশ্বর্য রাই।

শ্রীমতি আমি ভীষণ গরীব, জীবন বড়ই শক্ত
তার চেয়ে যান পার্লামেন্টে, মিলবে স্বাদের রক্ত।

বলল মশা পুষ্টি গুণে তোরাই ফাটাফাটি
ওদের রক্ত ভেজালে ভরা, তোদের রক্ত খাঁটি।

ঠিক আছে, আজ ভিন্ন স্বাদেই চেঞ্জ করলাম রুল
পার্লামেন্টের চোর গুলোকেই ফুটিয়ে দেব হুল। 

2 comments: