ভালোবাসার সাত রং
Tuesday, February 25, 2020
Tuesday, April 16, 2019
ভালোবাসি
বলা বারণ
প্রদীপ
আইচ।
যদি হাতে
হাত রেখে পাহাড় সমান
বিশ্বাস
করে, সামনে আগামীর পথে পথ চলতে,
দুইবার
ভাবতে হয়,
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
গলাটা ওমন
ভাঙ্গা জেনেও কবিতা অথবা গান শোনার
আবদার যদি
করি, যদি ঘুম আসছে না বলে
ফোনে কিংবা
মেসেঞ্জারে বিরোক্ত করি
আর তুমি
এসব পাত্তা না দেও
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
ধরো হঠাৎ
আমার মন চাইছে
একটু উষ্ণ
ভালোবাসায় আলতো করে
তোমায় জড়িয়ে
থাকতে
যদি বুঝেও
না বোঝার ভান করো
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
হুড তোলা
রিকসায়, শহরের রেস্তোরাঁয়
বিছানো
সবুজ ঘাসে, পিচ ঢালা রাস্তায়
কিংবা নির্ঘুম
রাত জাগায়
যদি তোমার
মাঝে আমার অস্তিত্ব খুঁজে না পাও
তাহলে,
ভালোবাসি বলা বারণ।।
Monday, October 8, 2018
প্রিয়া
প্রদীপ
আইচ।
স্বপ্নের মতো
নীরবে এসো প্রিয়া, চাঁদনী নিশী রাতে,
ঘুম হয়ে প্রিয়া
পরশ দিও, আমার দুচোখে।
তোমারও লাগি এ
হৃদয় মম,
ভাবিছে দিন রাত্রি
উভয় সম।
তোমারও মনের দুয়ার
খুলিয়া,
গোপনেতে এসো গো
আমার প্রিয়া।
এসো মৃদু পায়ে
স্বপ্ন কণ্যা হয়ে,
কুসুম-সুরভি হ’য়ে
নিশী জাগা স্বপনে।
না পাওয়ার বেদনাতে
হয়ো না কাতর,
পাশেতে থেকো দিবা
নিশী কিংবা ভোর।
বুকেতে সাহস দিয়ো,
মুখেতে রেখো হাসি,
শত কষ্টেও বলতে
ভুলো না তোমায় ভালোবাসি।
Monday, September 3, 2018
ভেবেছি তুমি আসবে
ছোট
একটা স্বপ্ন তুমি অাসবে জীবনের সব বাধা পেরিয়ে
আমাকে
ততটাই এগিয়ে নেবে যতটা আমি যেতে চাই ।
সংসারে ছোট ছোট ব্যাপার গুলো যখন মহামারি
হয়ে
আমার কোমল হৃদয় তীরের কাঁটার মতো ক্ষত বিক্ষত করে।
জীবনে বাঁচার আশাকে হীন করে দেয় তখনও ভেবেছি,
তুমি আসবে।
কতশত ছায়াযা্ত্রীরা যখন পথ আগলে রেখেছে
শুনিয়েছে কত অভয় বুলি, সুযোগ বুঝে সবাই বেঁছে নিয়েছে নিজ পথ,
আমি তবুও ভেবেছি তুমি আসবে।
নিজেকে তোমার যোগ্য করার প্রচেষ্টায় হারিয়েছি
কত পথ।
আজ যখন তোমার চিত্তে মত্ত থাকতে মন চাই
চিৎকার কারে জানাতে ইচ্ছা হয় তুমি
শুধু আমার।
তখনি তোমার ছায়া অনুসারিরা জানিয়ে দেয়।
নিজেকে নিজ স্বত্তা মাঝে বাঁধতে তুমি অসহায়,
উচ্ছালতায় তোমার আনন্দ, বিলীয়ে দেওয়ায় তোমার
সুখ।
তবুও ভাবি তুমি আসবে। শুধু নিজের আর ফেরা
হবে না।
Friday, March 30, 2018
স্বপ্ন
প্রদীপ অাইচ
ফেরারি মনটা আমার নিজেকে খুঁজতে চাই
রোজ আয়নাতে মুখ দেখি নিজেকে খুঁজে না পাই
ইট পাথর কনক্রিটের এই শহরে, নিজেকে আমি খুঁজে না পাই।
সারাদিনের ব্যস্ততায় ক্লান্তিমাখা মুখটা আমার
একা অনুভবে নিজের স্বপ্নটা দেখে যায়
চোখে জল এলে মুছে ফেলি,
নিজেকে বোঝায় নিজে নিজে বুঝে যায়।
বড় হওয়ার সাথে আনেক দ্বায়িত্ব, বড় হওয়ার হাজারটা শর্ত
সব শর্তে মাথা নত করে যায়
তবুও জীবনের অর্থ খুঁজে বেড়ায়।
জানিনা আজ কি হবো, কি হতে চাই
মাঝে মাঝে ভীষণ একা লাগে, লাগে ভয়
স্বপ্ন দেখি কেউ এসে আমার পাশে রবে
এক স্বপ্ন মেনে নিয়ে পথ পাড়ি দেবে।
একা অনুভবে নিজের স্বপ্নটা দেখে যায়
চেখে জল এলে নিজেকে বোঝায়, নিজে বুঝে যায়।
Wednesday, October 11, 2017
বিবর্ণ
প্রদীপ আইচ
বিবর্ণ এই মুখের
ভাষা
বিবর্ণ সব চাওয়া-পাওয়া
বিবর্ণ সব মানুষগুলো
একে একে সকলি
অদৃশ্য।
রুক্ষ মরুর দু:স্বপ্ন
হৃদয় আজি শ্বাসরুদ্ধ
একলা চলা এই গহন
পথে
জীবন সর্বদা বিক্ষুদ্ধ।
তারপরও সেই ছুটে
চলা
ভাগ্য নিয়ে জীবন
গড়া
লোকচক্ষুর অন্তরালে
কাঠগড়ায় মনকে
নেওয়া।
আমরা তবুও ভাবছি
কোথায়
চলছি কোথায় সত্তা
নিয়ে
ভাবছি কোথায় অন্য
পৃথিবী
শেষ কভু নয় এই
মত্তে।
Sunday, January 29, 2017
রবীন্দ্র গানের প্যারোডি
আমরা সবাই একা,
আমাদের এই একার রাজ্বতে
নইলে মোদের একার
সাথে মিলবো কি স্বার্থে।
আমরা সবাই একা।
আমরা যা খুশি
তাই করি, তবুও মিছে বন্ধু হয়ে চলি
কিছুই কভু বাঁধা
তো নয়, যাদি সবকিছু চলে নিজের স্বার্থে
আমরা সবাই একা।
আমরা সবাই একা,
আমাদের এই একার রাজ্বতে
নইলে মোদের একার
সাথে মিলবো কি স্বার্থে।
আমরা সবাই একা।
Saturday, January 28, 2017
স্বপ্ন কন্যা
প্রদীপ আইচ।
পুতুল পুতুল মুখখানি তার
ভোমর কালো চুল
মুখের হাসিতে মন কাড়ে সে,
ঝুঙ্কো রাঙা দুল।
চোখের কোণে এক ফালি মেঘ
কাঁদলে নামে বৃষ্টি
কণ্ঠে তাহার সুমধুর সুর
আহা অপরুপ সৃষ্টি।
বাংলা বধুর সাঁজ শাড়িতে
যেন দেবী মা লক্ষী
ছলনাতে জগৎ মাতায়
কথা সুরের পক্ষী।
উচ্চ স্বপ্ন মন কুঠারে
মনেতে অহংকার
বাসতে চায় সে তাহারে ভালো
স্বপ্নলোক ছেড়ে সুখের ঘরে, যে জ্বালাবে
আলো।
স্বপ্নদশী, সুখবিলাসী মোহমুক্ত থাকো
কল্পনা বা বিশ্বাসে নয় সত্যিকারের লক্ষী
হয়ে থাকো।
Wednesday, October 19, 2016
মাঝে মাঝে ভাবি
প্রদীপ আইচ।
তোমার দেখায় যা
সাধারণ আমার দেখায় অন্য
তোমার কাছে যা
অসাধারণ আমার কাছে তা ভিন্ন
মাঝে মাঝে ভাবি
সকাল হবো, হবো দুরন্ত পাখি
দুচোখ ভরা স্বপ্নের
জোয়ার কোথায় তারে রাখি।
মাঝে মাঝে ভাবি
ভাবুক হবো, হবো উদাসী
মাঝে মঝে ভাবি
সবমায়া ছেড়ে হবো বনবাসী
মাঝে মাঝে ভাবি
একি মায়ের সন্তান কেন ভিন্ন
মাঝে মাঝে ভাবি
জীর্ণ দেহ তবু কেন মিছেমায়া পৃথিবীর জন্য।
মাঝে মাঝে ভাবি
নিষ্ঠুর পৃথিবী আমায় রেখেছে একা,
মাঝে মাঝে ভাবি
জীবন এমনিতেই গেল, কিছুই হলো না দেখা।
মাঝে মঝে ভাবি
স্রষ্টা তুমি কতই না বৈচিত্র্য,
কাউকে রাখো স্বর্গ
সম্মানে, কাউকে দেও শুধুই দুঃখ।
Friday, September 9, 2016
Thursday, August 18, 2016
জীবন
প্রদীপ আইচ।
দুই দিনের সম্রাজ্যে চাইছি হতে সবাই রাজা
তুচ্ছ কিছুর অহংকারে নিজেই দেই নিজের সাজা
স্বপ্নগুলো করতে সফল হারাতে বসেছি বিবেকটাকে
খুঁজতে গিযে স্বপ্নটাকে খুঁজেছি পথ নরকলোকে।
পৃথিবীটা সত্যিই কঠিন, কঠিন নিজেকে মানিয়ে
চলা
আনেক কিছু বলার থাকে, বাস্তবে তা হয় না
বলা
চেষ্টা শুধু মানিয়ে নেওয়া, অপরের জন্য নিজেকে
গড়া
মিথ্যে জয়ের অভিনয়ে স্বপ্নলোকে এগিয়ে চলা।
Subscribe to:
Posts (Atom)